Site icon Jamuna Television

মামলার জট কমিয়ে আনতে অন্য দেশ থেকে অভিজ্ঞতা নেয়া হচ্ছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক।

মামলা জট কমানো বিচার বিভাগের জন্য চ্যালেঞ্জ। সরকার মামলার জট কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৯ জানুয়ারি) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪৩ ও ৪৪ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

আইনমন্ত্রী বলেন, পৃথিবীর অন্য দেশে কিভাবে মামলার জট কমিয়ে এনেছে সেটির অভিজ্ঞতা নেয়া হচ্ছে। সাধারণ জনগণের প্রত্যাশিত বিচার পেতে বিচার বিভাগের সকল কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সঠিক সময়ে জনগণের প্রত্যাশিত ন্যায়বিচার পেতেই সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।

এ সময় করোনার ভয়াবহ অবস্থার মধ্যেও অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করে সাড়ে তিন লক্ষ মানুষকে সেবা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version