Site icon Jamuna Television

মহেশের করোনা আক্রান্তের দু’দিন পরই পরিবারে শোকের ছায়া

ছবি: সংগৃহীত।

করোনা আক্রান্ত ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু এখনও সুস্থ হননি। এরই মধ্যে অভিনেতার বড় ভাই রমেশ বাবুর মৃত্যুর সংবাদ এলো। শনিবার (৮ জানুয়ারি) মহেশের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।

মহেশের ভাই রমেশ নিজেও ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির নামকরা অভিনেতা-প্রযোজক। তবে দীর্ঘদিনই লিভারসহ নানা অসুস্থতায় ভুগছিলেন ৫৬ বছর বয়সী রমেশ। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন দক্ষিণী ইন্ডাস্ট্রি। রমেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন চিরঞ্জীবী, ধর্ম তেজার মতো তারকারা।

বিবৃতিতে মহেশের পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমাদের প্রিয় ঘট্টমানেনি রমেশ বাবু গারুর প্রয়াণের কথা জানাচ্ছি। তিনি সারা জীবন আমাদের হৃদয়ে বাস করবেন।’

করোনার কারণে রমেশের শোকযাত্রায় খুব বেশি কাউকে অংশগ্রহণের অনুমতি দেয়া হবে না। তবে অভিনেতা মহেশ বাবু নিজেও করোনা আক্রান্ত হওয়ায় ভাইয়ের শেষ যাত্রায় অংশ নিতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে।

এসজেড/

Exit mobile version