Site icon Jamuna Television

গুলিস্তানে বাস চাপায় ২ পথচারী নিহত: চালক গ্রেফতার

রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের বাসচাপায় দুই পথচারী নিহতের মামলায় চালক রাকিব শরীফকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৯ জানুয়ারি) র‍্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ওই চালককে গ্রেফতারের কথা জানানো হয়। রাজধানীর ওয়ারী এলাকা থেকে গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিফিংয়ে র‍্যাব জানায়, সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, যাত্রাবাড়ীর দিক থেকে আসা বাসটি শুরুতে ফ্লাইওভারের গ্রিল ও দেয়ালে ধাক্কা খায়। এরপর সরাসরি দাড়িয়ে থাকা পথচারীদের উপর উঠিয়ে দেয়। গ্রেফতারকৃত চালক রাকিবের কোনো লাইসেন্স ছিল না বলেও জানানো হয় ব্রিফিং-এ। সে অবৈধভাবে বাস চালাতো। রাকিবের অবহেলা ও বেপরোয়া চালানোর জন্যই বাসের নিয়ন্ত্রণ হারায় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে।

Exit mobile version