Site icon Jamuna Television

ছাদে কুকুর, না অন্য কিছু? ভিডিও দেখলে চমকে যাবেন

ছবি ভিডিও থেকে সংগৃহীত

ছাদের ওপরে উঁকি মারছে কুকুর! মনে করতে পারেন স্বাভাবিক ঘটনা। এক দম্পতিও তেমনই ভেবেছিলেন প্রতিবেশীর ছাদে কুকুরের মাথা দেখে।

স্বাভাবিক ভাবেই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি তারা। তবে সেই ‘কুকুর’এর ভিডিও করার মুহূর্তে চমকে উঠেছিলেন তারা।

ভিডিওটি গত ২৩ ডিসেম্বরের। তার পরই সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। যারা ভিডিওটি দেখেছেন তারাও ভিরমি খেয়েছেন।

জানা গেছে, ভিডিওটি ব্রাজিলের রিও ডি জেনেইরোর। এক দম্পতি বাড়ির দোতলায় বসে গল্প করছিলেন। হঠাৎ স্ত্রীর চোখ যায় প্রতিবেশীর বাড়ির ছাদের দিকে। এরপর স্বামীকে ডেকে কুকুরের উঁকি মারার বিষয়টি জানান। জানতে চান, ছাদে কি ওটা কুকুর?

ওটা কি আদৌ বিড়াল ছিল, নাকি কুকুর! ভিডিও না দেখলে নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না।

ভিডিও দেখুন এখানে 

আরও পড়ুন- এই ছবিতে চিতাবাঘ খুঁজে বের করুন! অনেকেই ব্যর্থ হয়েছেন

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এনবি/

Exit mobile version