Site icon Jamuna Television

ঘনিষ্ঠ ছবি ভাইরাল না করার অনুরোধ জ্যাকুলিনের

ছবি: সংগৃহীত

জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখরের একরের পর এক ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় এসব ছবি নিয়ে মেতেছেন নেটিজেনরা। সংবাদমাধ্যমেও সেসব প্রচার হচ্ছে। আর তারপরেই টুইটে সংবাদমাধ্যমের কাছে জ্যাকুলিনের জোড়হাত প্রশ্ন, ‘আপনারা কি আপনাদের প্রিয়জনের গায়ে এভাবেই কাদা ছেটান?’

বিভিন্ন ছবিতে দেখা যায়, ২০০ কোটির প্রতারণায় অভিযুক্ত সুকেশের গলা জড়িয়ে রেখেছেন নায়িকা। তাকে আদরে ভরিয়ে দিচ্ছেন সুকেশ। আদরের দাগ জ্যাকুলিনের গলায় জ্বলজ্বল করছে! এতদিন জ্যাকুলিন মুখ খোলেননি। তারই সুযোগ নিয়ে কি এভাবে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস? টুইটারে এই প্রশ্নও তুলেছেন জ্যাকুলিন। তিনি লিখেছেন, ‘আমি জানি, আমার দেশ এবং দেশবাসী খুবই ভালোবাসেন আমায়। প্রচণ্ড সম্মান করেন। সেই তালিকায় আমার সাংবাদিক বন্ধুরাও আছেন। যাদের থেকে আমি অনেক কিছু শিখেছি।’

জ্যাকুলিন স্বীকারও করেছেন, আপাতত তিনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার আশা, এই কঠিন সময়ও তিনি পেরিয়ে যাবেন ভক্ত এবং বন্ধুদের ভালোবাসার জোরে। সেই বিশ্বাস থেকেই সাংবাদিক বন্ধুদের কাছে তার আন্তরিক অনুরোধ- খবর করতে গিয়ে দয়া করে এমনও ছবি ছাপবেন না যা আমার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা নষ্ট করবে। ব্যক্তিগত আর সামাজিক জীবনের মধ্যে পার্থক্য বজায় রাখুন।

প্রসঙ্গত, শুধু জ্যাকুলিন নন বলিউডের আরও এক নায়িকা নোরা ফতেহিকেও দামি দামি উপহার দিয়েছেন এই সুকেশ চন্দ্রশেখর। সেই তালিকায় নাম রয়েছে শ্রদ্ধা কাপুর, শিল্পা শেঠিরও। সবাইকেই উপহার দিয়েছিলেন এই প্রতারক!


ইউএইচ/

Exit mobile version