Site icon Jamuna Television

শ্রীলঙ্কা সফরের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা, অধিনায়ক আরভিন

ক্রেগ আরভিন। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ে দলের অধিনায়কত্ব করবেন ক্রেগ আরভিন। গত আগস্টে ক্রিকেট থেকে অবসর নেয়ায় ব্রেন্ডন টেলরকে ছাড়াই ঘোষণা করা হয় দল।

স্কোয়াডে নতুন মুখ হিসেবে এসেছেন ওপেনার তাকুদ জওয়ানাশে কাইতানো ও উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে। দলে ফিরেছেন অলরাউন্ডার টিনো মুতুম্বদজি, অভিজ্ঞ সিকান্দার রাজা ও শন উইলিয়ামস। গত সেপ্টেম্বরের পর প্রথমবারের মত ৫০ ওভারের ম্যাচ খেলতে মাঠে নামবে ক্রেগ আরভিনের দল।

আরও পড়ুন: সেলিম মালিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ওয়ার্ন

এদিকে, ২০১৭ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। সেবার লঙ্কানদের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জেতে জিম্বাবুয়ে।

আরও পড়ুন: পাকিস্তান লিগে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার চুক্তিবদ্ধ ক্রিকেটাররা

Exit mobile version