Site icon Jamuna Television

১ লিটার ডিজেলে কতদূর যায় ট্রেন?

ছবি: সংগৃহীত

কোন গাড়ি বা বাইক কত মাইলেজ (এক লিটার ডিজেলে যতদূর যায়) দেয় তা কমবেশি অনেকেই জানে। অনেকে গাড়ি বা বাইক কিনতে যাওয়ার আগে এ বিষয়ে খোঁজখবর নেয়। বিমানের মাইলেজ সম্পর্কেও হয়তো কিছুটা জানে কেউ কেউ।

ট্রেনের মাইলেজের বিষয়ে কি জানা আছে? বর্তমানে বিদ্যুৎ এবং ডিজেল চালিত দুই ধরনের ট্রেন চলে।

এখন অবশ্য বেশির ভাগই বিদ্যুৎচালিত ট্রেন। তবে এখনও কিছু ক্ষেত্রে ডিজেল ইঞ্জিনও ব্যবহার হয়। আবার মালগাড়িও যেহেতু অনেক দূরের রাস্তা সফর করে সে ক্ষেত্রেও ডিজেল ইঞ্জিনকে কাজে লাগানো হয়।

ডিজেল ইঞ্জিনের ট্রেন এক লিটারে কতটা যায়? এটা নির্ভর করে ডিজেল ইঞ্জিনের ক্ষমতার উপর। ডিজেল ইঞ্জিনের ট্যাঙ্ককে তিন ভাগে ভাগ করা হয়, পাঁচ হাজার লিটার, সাড়ে পাঁচ হাজার লিটার এবং ছয় হাজার লিটার। এখানেও আবার হিসেব রয়েছে। ডিজেল ইঞ্জিন ট্রেনের কতগুলি কামরা টেনে নিয়ে যাচ্ছে তার উপর নির্ভর করে সেই ইঞ্জিন কতটা মাইলেজ দেবে।

১২ কোচযুক্ত একটি প্যাসেঞ্জার ট্রেনের এক কিলোমিটার যেতে খরচ হয় ছয় লিটার ডিজেল। আবার ২৪ কোচের এক্সপ্রেস ট্রেনও একই মাইলেজ দেয়। ১২ কোচের এক্সপ্রেস ট্রেন আবার এক কিলোমিটার দূরত্ব যায় সাড়ে চার লিটারে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।
আরও পড়ুন-স্ত্রীর সাথে ঝগড়া; রাস্তায় দাঁড়িয়ে নিজের গলা কাটলেন স্বামী!
এনবি/

Exit mobile version