Site icon Jamuna Television

করোনা আক্রান্ত বাহুবলীর কাটাপ্পা

ছবি: সংগৃহীত।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণী অভিনেতা সত্যরাজ। বাহুবলী সিনেমায় চরিত্রের কারণে ‘কাটাপ্পা’ নামেই তিনি সমধিক পরিচিত। বাড়িতে কোয়ারেন্টাইনে থাকলেও তাকে শেষমেষ তাকে ভর্তি করা হয়েছে চেন্নাইয়ের একটি হাসপাতালে।

এই মহূর্তে সত্যরাজের অবস্থা স্থিতীশিল। কিছুদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে তাকে। তার এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, ও দ্রুত সেরে উঠছে। দুই-তিন দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবে। খবর আনন্দবাজারের।

এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন সত্যরাজ। তার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্তরা। সত্যরাজ ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ ভারতের একাধিক তারকা। মহেশ বাবু, পরিচালক প্রিয়দর্শনের মতো ব্যক্তিরা লড়াই করছেন মারণঘাতি এই ভাইরাসের সাথে।

আরও পড়ুন: মহেশের করোনা আক্রান্তের দু’দিন পরই পরিবারে শোকের ছায়া

জেডআই/

Exit mobile version