Site icon Jamuna Television

ফেসবুক লাইভে এসে বাবা-মা ও ছেলের আত্মহত্যা

প্রতীকী ছবি।

ফেসবুক লাইভে এসে একসাথে আত্মহত্যা করেছেন বাবা-মা ও ছেলে। মেয়ের অপমান সইতে না পেরে ছেলের সাথে দম্পতিটির আত্মহত্যার খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যম জি নিউজের রোববারের (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে।

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানারহাট সুলতানপুর নস্কর পাড়া এলাকার শ্যামল নস্কর (৫৮), তার স্ত্রী রিতা নস্কর (৫০) এবং তাদের ছেলে অভিষেক নস্কর (২৫) ফেসবুক লাইভে আত্মহত্যা করেন বলে সেই প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, ওই দম্পতির মেয়ে পুনম দাস স্থানীয় একটি সংস্থার প্রধান ছিলেন। স্বনির্ভরতার স্বপ্ন দেখিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে লক্ষাধিক রুপি হাতিয়ে নেন তিনি। এর জের ধরে স্থানীয় বাসিন্দারা শনিবার (৮ জানুয়ারি) রাতে পুনমের বাড়ি এসে তাকে গালিগালাজ করেন। বাড়ির মেয়ের উপর আর্থিক প্রতারণার অভিযোগ ও অপমান সহ্য করতে না পেরে ছেলেকে নিয়ে ফেসবুক লাইভে ওই নস্কর দম্পতি আত্মহত্যা করেন। বকখালির বনবিবির মন্দিরের পেছনের বনে বাবা-মা ও ছেলে ফেসবুক লাইভে আত্মহত্যার পথ বেছে নেন।

আরও পড়ুন: পর্যটকদের নৌকার উপর ভেঙে পড়লো পাহাড়, নিহত ৭ (ভিডিও)

Exit mobile version