Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে ট্রলারডুবি: আরও ২ জনের মৃতদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজদের মধ্য থেকে শিশুসহ আরও দু’জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (১০ জানুয়ারি) সকালে ভাসমান অবস্থায় এই মৃতদেহগুলো পাওয়া যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লা আল আরেফিন জানান, সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধলেশ্বরী নদীতে ষষ্ঠ দিনের উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় ভাসতে থাকা এক শিশু ও এক নারীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এরা মা ও তার সন্তান।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ৪
উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৮ টায় বক্তাবলী ঘাট থেকে ফতুল্লার ধর্মগঞ্জ ঘাট মুখী আসতে থাকা ট্রলারটি ঘন কুয়াশায় বরিশাল থেকে ঢাকামুখী এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে যায়। সেসময় ৩০/৪০ যাত্রী সাঁতার কেটে তীরে আসতে পারলেও প্রায় ১০ জন নিখোঁজ থাকে।

ইউএইচ/

Exit mobile version