Site icon Jamuna Television

ব্রাজিলে পাহাড় ধস: নিহতের সংখ্যা বেড়ে ১০

ছবি: সংগৃহীত

ব্রাজিলে পাহাড়ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন, তাদের অবস্থা কিছুটা সংকটাপন্ন।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেয়া লেফটেন্যান্ট পেদ্রো আইহারা জানান, ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনায় ২০ জন নিখোঁজ রয়েছেন, এমন তথ্য জানিয়েছিল উদ্ধারকর্মীরা। পরে, উদ্ধারকৃতদের সাথে তালিকা মিলিয়ে সবার সন্ধান পাওয়া গেছে।

শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস এলাকায় হয় পাহাড়ধস। সেসময় দু’টি পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাওয়া হ্রদে ছিল ৩টি প্রমোদতরী। পাহাড়ের খাঁজ থেকে বিশাল পাথরের চাই ধসে পড়ায়, উল্টে যায় নৌযানগুলো। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, কয়েকদিনের টানা বৃষ্টির জেরেই এই পাহাড়ধস।

Exit mobile version