Site icon Jamuna Television

লিওর সাথে কষ্টার্জিত ড্র করলো পিএসজি

ছবি: সংগৃহীত

লিওর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পিছিয়ে থেকেও থিলো কেহরারের একমাত্র স্ট্রাইকে ১-১ গোলে ড্র করেছে মেসি-নেইমারবিহীন পিএসজি। আর নিজেদের মাঠে লিড নিয়েও টেবিল লিডারদের বিপক্ষে জয় পেলো না লিও।

করোনা থেকে সেরে উঠলেও শারীরিক দুর্বলতার কারণে মাঠে ফেরেননি লিওনেল মেসি। নভেম্বরের শেষদিকে গোড়ালির চোটে পড়ে নেইমারও আছেন মাঠের বাইরে। এই দুই তারকার অনুপস্থিতিতে প্রথম থেকেই ধুঁকছিল পিএসজি। যদিও কিলিয়ান এমবাপ্পে, জর্জিনিয়ো উইনালডাম, মাউরো ইকার্দিরা ছিলেন। প্রতিপক্ষের মাঠে তবুও সুবিধা করতে পারেনি টেবিলের শীর্ষের দলটি।

সপ্তম মিনিটে ব্রুনো গুইমারায়েসের বাড়ানো বল থেকে প্লেসিং শটে গোল করে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতা স্বাগতিকদের লিড এনে দেন। ম্যাচের ৭৬ মিনিটে এডুয়ার্ড মিচুটের থেকে বল পেয়ে সমতা টানেন ২৫ বছর বয়সী জার্মান ডিফেন্ডার থিলো কেহরার। ফলে এক পয়েন্ট পেয়ে হার এড়ায় পিএসজি।

আরও পড়ুন: জয় দিয়ে আফ্রিকান নেশনস কাপ শুরু করলো ক্যামেরুন

Exit mobile version