Site icon Jamuna Television

কক্সবাজারের উখিয়ায় ৫ লাখ পিস ইয়াবা জব্দ, রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় ৫ লাখ পিস ইয়াবাসহ একটি ইজিবাইক জব্দ করেছে র‍্যাব। এসময় সৈয়দুল আমিন (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটকে করা হয়। আটক সৈয়দুল আমিন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৭৪ এর মো. আমিনের ছেলে।

সোমবার (১০ জানুয়ার) সকালে এক প্রেস রিলিজ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী।

আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল গতকাল রোববার রাতে ওই এলাকায় অভিযানে যান। এ সময় এক ব্যক্তিকে বস্তা নিয়ে বালুখালী ব্রিজের নিচ দিয়ে পার হতে দেখে থামতে বলে র‍্যাব। তখন তারা বস্তা ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। তবে পালিয়ে যায় আরও ৫-৬ জন। এসময় ঘটনাস্থল থেকে পাচারে ব্যবহৃত ব্যাটারি চালিত ইজিবাইক জব্দ করা হয়।

এসজেড/

Exit mobile version