Site icon Jamuna Television

সুরক্ষা আইন শিথিলের প্রতিবাদে উত্তাল ভারত, নিহত ৭

দলিত সম্প্রদায়ের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো ভারত। সুপ্রিম কোর্টের এক রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৭ জন দলিত নিহত হয়েছেন।

সম্প্রতি দলিত এবং উপজাতিদের সুরক্ষা আইনের অপপ্রয়োগ বন্ধে ভারতের সুপ্রিমকোর্ট এক আদেশ দেয়। এতে বলা হয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতার করা যাবে না।

প্রতিবাদে মধ্য প্রদেশের গোয়ালিওর, মোরেনাসহ বিভিন্ন শহরে বনধের ডাক দেয়া হয়। অবরোধ করা হয় মূল সড়ক এবং রেলপথ। আগুন ধরিয়ে দেয়া হয় সরকারি বিভিন্ন গাড়িতে। পুলিশের সাথে সংঘর্ষে শুধু উত্তর প্রদেশেই প্রাণ যায় চারজনের। এছাড়া, পাঞ্জাব, রাজস্থান, উড়িষ্যাসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বনধের ঘোষণা দেয়া হয়েছে পুরো ভারতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

এদিকে, সংঘর্ষের নিন্দা জানিয়েছেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীসহ বিভিন্ন রাজ্যের নেতারা। আদালতের রায় পুনর্বিবেচনার আহ্বানও জানান তারা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version