Site icon Jamuna Television

এফএ কাপের ৪র্থ রাউন্ডে লিভারপুল, বিদায় নিলো আর্সেনাল

লাকাজেটদের অভিব্যক্তিই বলে দিচ্ছে এফএ কাপ থেকে ছিটকে গেছে গানাররা। ছবি: সংগৃহীত

এফএ কাপে স্রেসবারি টাউনের বিপক্ষে দারুণ জয় পেয়ে ৪র্থ রাউন্ড নিশ্চিত করেছে লিভারপুল। আর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে একমাত্র গোলে হেরে এফএ কাপ থেকে বিদায় নিলো আসরের ইতিহাসে সফলতম ক্লাব আর্সেনাল।

অ্যানফিল্ডে ২৭ মিনিটে ড্যানিয়েলের গোলে ধাক্কা খায় স্বাগতিক লিভারপুল। ৩৪ মিনিটে গর্ডনের কল্যাণে সমতায় ফেরে অলরেডরা। বিরতির আগে স্পটকিকে লিভারপুলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহো। ৭৮ মিনিটে দারুণ ব্যাকহিলে গোল করেন আরেক ব্রাজিলিয়ান রবার্তো ফিরমিনো। যোগ করা সময়ে সেটপিস থেকে ব্যবধান ৪-১ করেন ফ্যাবিনহো।

অলরেডদের শেষ গোলের পর ফিরমিনোর উল্লাস। ছবি: সংগৃহীত

আরেক ম্যাচে হতাশা নিয়ে ফিরতে হয়েছে এফএ কাপে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ৮৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নটিংহ্যাম ফরেস্টকে এগিয়ে দেন লুইস গ্র্যাবান। বাকি সময়ে গোল শোধ করতে না পারায় ১-০ গোলের হারে আসর থেকে ছিটকে যেতে হয়েছেন ১৪ বারের চ্যাম্পিয়নদের।

আরও পড়ুন: জয় দিয়ে আফ্রিকান নেশনস কাপ শুরু করলো ক্যামেরুন

Exit mobile version