Site icon Jamuna Television

মেহেরপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে তোফাজ্জেল হোসেন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার হরিরামপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল হোসেন গবাদি পশুর ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনেরা। সোমবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্ত্রী মনিতাজ খাতুন জানান, রোববার (৯ জানুয়ারি) রাত দশটার পর তার স্বামী তোফাজ্জেল হোসেন বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। সকালে নিজ গ্রাম হরিরামপুরের মাঠের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখলে কৃষকরা তার পরিবারকে খবর দেয়।

তিনি আরো জানান, ছাগল ও গরু ব্যবসার পাশাপাশি বিয়ের ঘটকের কাজও করতেন তোফাজ্জেল। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা পরিবারের।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বেরিয়ে আসবে। তার আগে পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

এসজেড/

Exit mobile version