Site icon Jamuna Television

জেল থেকে বেরিয়ে সিনেমার সেটে প্রেম, তারপর বিয়ে করেন পরীমণি

গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়ে হয়েছে বলে জানিয়েছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। এর আগে ওই বছরের ১ সেপ্টেম্বর জেল থেকে ছাড়া পান পরীমণি। মাদক মামলায় তখন ২৬ দিন জেল খেটেছিলেন এই অভিনেত্রী। মুক্তি পাওয়ার পরই ওয়েব সিনেমা ‘গুণীন’ এ চুক্তিবদ্ধ হন তিনি।

পরীমণি ও শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

জানা গেছে, গুণীন সিনেমার সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে ওই সিনেমার পরিচালক গিয়াসউদ্দীন সেলিমকে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানান পরীমণি।

সোমবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে এ অভিনেত্রী নিজেই জানিয়েছেন, পরীমণি ও শরিফুল রাজ মা-বাবা হচ্ছেন।
শরিফুল রাজ এদিন দুপুরে একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, অভিনন্দন রাজ। ধন্যবাদ পরীমণি।

ছবি: সংগৃহীত

গত বছরের ১৮ নভেম্বর ‘ন ডরাই’ খ্যাত অভিনেতা শরিফুল রাজের জন্মদিন পালন করেও বেশ নজর কেড়েছিলেন পরীমণি। যদিও তখন প্রকাশ্যে আসেনি এই দু’জনের মধ্যে বিয়ের খবর।

পরীমণির মা হওয়ার খবর পড়তে চাইলে ক্লিক করুন এই লিংকে মা হচ্ছেন পরীমণি, কাজে বিরতি নেবেন

এমএন/

Exit mobile version