Site icon Jamuna Television

মুম্বাই বিমানবন্দরে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন ৮৫ যাত্রী

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাই বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীবাহী বিমানের ৮৫ যাত্রী।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে একটি মালামাল বহনকারী ভ্যানে আগুন লাগে। এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের কাছে এই আগুন লাগার ঘটনা ঘটে। জামনগরগামী বিমানটিতে ৮৫ জন যাত্রী ছিল।

ওই সময়কার ভিডিওতে দমকলবাহিনীর কর্মীদের দুই মালমালবাহী ভ্যানে ছড়িয়ে পড়া আগুন নেভাতে দেখা গেছে।

আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুন- ৫০ বছর ধরে মসজিদের রক্ষণাবেক্ষণ করছে হিন্দু পরিবার

এনবি/

Exit mobile version