Site icon Jamuna Television

ডেলটা-ওমিক্রনের মিশ্রণে এবার ডেলটাক্রন ভাইরাস শনাক্ত

ছবি: সংগৃহীত।

এবার শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেলটাক্রন। সাইপ্রাসে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পেয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গবেষকরা বলছেন, নতুন এই ভ্যারিয়েন্টে ওমিক্রন এবং ডেলটা ভ্যারিয়েন্টের কিছু স্ট্রেইনের উপস্থিতি পাওয়া গেছে।

সাইপ্রাস কর্তৃপক্ষ জানায়, নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে ডেলটাক্রন শনাক্ত হয়েছে। তবে আক্রান্তদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। নতুন এই ভ্যারিয়েন্ট কতটুকু ভয়ঙ্কর সে বিষয়ে এখনও কিছু জানাতে পারেননি স্বাস্থ্যবিদরা। তবে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা চলছে।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ভারতে। প্রথমে একে ‘ভারতীয় ধরন’ বলা হলেও পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দেয় ‘ডেলটা’। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য ডেলটাকে দায়ী করা হয়।

আর ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। যার বৈজ্ঞানিক নাম ‘বি.১.১.৫২৯’। সারা বিশ্বে দ্রুতই ছড়িয়ে পড়ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। করোনার এ পর্যন্ত যতগুলো ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয়েছে তার মধ্যে ওমিক্রনই সবচেয়ে দ্রুত ছড়ায়।

আরও পড়ুন: প্রেসিডেন্ট প্রার্থীর প্রতিশ্রুতি, ‘টাক মাথায় চুল গজানোর খরচ দেবে সরকার’!

জেডআই/

Exit mobile version