Site icon Jamuna Television

অবসরের ৩ মাস আগে জানাতে হবে বোর্ডকে!

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে হলে কমপক্ষে ৩ মাস আগে জানাতে হবে বোর্ডকে। ক্রিকেটারদের অবসরের বিষয়ে নতুন এই নিয়ম করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

লঙ্কান ক্রিকেট বোর্ডের সিদ্ধনাতে আরও বলা হয়, অবসর নেয়ার ছয় মাস পর বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনাপত্তি পত্র পাবেন ক্রিকেটাররা। এছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে কমপক্ষে ৮০ শতাংশ ম্যাচ খেলতে হবে অবসর নেয়া ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও লাভবান হতেই এমন নির্দেশনা দিয়েছে এসএলসি। ফলে আন্তর্জাতিক অঙ্গনের ভবিষ্যত নিয়ে বিবেচনা করতে পারবেন খেলোয়াড়রা।

আরও পড়ুন: অদ্ভুত কিংবা দুর্দান্ত, সব রেকর্ডই হচ্ছে ক্রাইস্টচার্চে

এর আগে দানুশকা গুনাতিলাকা টেস্ট এবং ভানুকা রাজাপাকসে আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে যা বললেন বোল্ট

Exit mobile version