Site icon Jamuna Television

হিজাব পরার ব্যপারে নতুন নির্দেশনা তালেবানের

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের রাজধানী কাবুলের দেয়াল ও গাছ ছেয়ে গিয়েছে তালেবানের অন্তর্বর্তী সরকারের নীতি নৈতিকতা ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যানারে। ওই সব ব্যানারে নারীদের হিজাব পরার ব্যাপারে সুপারিশ করা হয়েছে।

খামা নিউজের প্রতিবেদনে বলা হয়, হিজাব ছাড়া নারীদের গণপরিবহণে না তোলার ব্যাপারে নির্দেশনা দেয়ার কয়েকদিন পরই নতুন নির্দেশনা জারি করল তালেবান। রোববার (৯ জানুয়ারি) কাবুলে প্রথম এই ধরনের ব্যানার দেখা যায়।

আরও পড়ুন: উটের জন্য ফাইভ স্টার হোটেল সৌদি আরবে (ভিডিও)

ওইসব ব্যানারে ছবির সাহায্যে হিজাব ও আবাইয়ার পার্থক্য বোঝানো হয়েছে। আবাইয়া হলো আফগানিস্তানের ঐহিত্যবাহী পোশাক, যেখানে পা থেকে মাথা পর্যন্ত নীল রঙের বোরকায় আবৃত থাকে। চোখও ঢাকা থাকে সূক্ষ জালের মতো কাপড় দিয়ে। তালেবান জানিয়েছে, নারীদের শুধু হিজাব পরার সুপারিশ করা হয়েছে। নারীদের হিজাব পরার জন্য উৎসাহ দেয়া হচ্ছে। হিজাব পরার ক্ষেত্রে নারীদের কেউ বাধ্য করলে সেটা বরদাস্ত করা হবে না বলেও তালেবান জানিয়েছে।

/এনএএস

Exit mobile version