Site icon Jamuna Television

হবিগঞ্জ সদর হাসপাতালে আগুন, রোগী ও স্বজনদের ছোটাছুটি

হবিগঞ্জে হাসপাতালে আগুন।

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সাথে সাথেই রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এ সময় রোগী ও তাদের স্বজন দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নূরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদে রাখা ফোমের মধ্যে সিগারেট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

আরও পড়ুন- ১৬ তারিখ খেলা হবে: শামীম ওসমান
এনবি/

Exit mobile version