Site icon Jamuna Television

যশোরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকার।

স্টাফ রিপোর্টার:

যশোরের অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ জানুয়ারি) অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুন্দলী ইউনিয়নের হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। উত্তম সরকার সুন্দলী ইউনিয়নের ১ ওয়ার্ড মেম্বার নির্বাচিত হয়েছেন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে। নিহত উত্তম সরকার (৩০) সুন্দলী ইউনিয়নের অশান্ত সরকারের পুত্র।

নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, উত্তম সরকারকে কয়েকজন লোক এসে বুকে এক রাউন্ড গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। গুলি করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জানা গেছে, সুন্দলী ইউনিয়ন পরিষদে দাপ্তরিক কাজ করা অবস্থায় ফোনে তাকে ডেকে নিয়ে গিয়েছিল দূর্বৃত্তরা। তারপর হরিষপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা জায়গায় গুলি করে পালিয়ে যায় তারা।

/এসএইচ

/এসএইচ

Exit mobile version