Site icon Jamuna Television

কাজাখস্তানে আমরা জয়ী হয়েছি: পুতিন

ছবি: সংগৃহীত।

গত কয়েক দিনের ভয়াবহ সহিংসতার পর স্বাভাবিক জীবনে ফিরেছে কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটি। সোমবার (১০ জানুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানে বিদেশি মদদপুষ্ট ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে বিজয়ের দাবি করেছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কাজাখস্তান ছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যান্য রাষ্ট্রগুলোর নেতাদের পুতিন আশ্বস্ত করে বলেছেন, মস্কোর নেতৃত্বাধীন জোট তাদের রক্ষা করতেও পাশে থাকবে। 

গত কয়েক দিনের ভয়াবহ সহিংসতার পর স্বাভাবিক জীবনে ফিরেছে কাজাখস্তান। রাস্তা থেকে ধ্বংসাবশেষ সরাচ্ছে পরিচ্ছন্নতাকর্মীরা। দোকানপাট খুলেছে, গণপরিবহন চালু হয়েছে, ইন্টারনেট সংযোগ ফিরিয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন: মহামারিতে বিশ্বজুড়ে কমেছে কনডম বিক্রি

প্রসঙ্গত, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে কাজাখস্তানে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। সহিংসতায় নিরাপত্তাকর্মী ও বিক্ষোভকারী উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। মোট ১৬৪ জন নিহতের খবর পাওয়া যায়। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভের অনুরোধে কাজাখস্তানে সেনা পাঠায় রাশিয়া। সেনা পাঠানো নিয়ে নানান আলোচনা ওঠে।

/এনএএস

Exit mobile version