ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ। তৃতীয় দিন ফলোঅনে পড়ে আবারও ব্যাটিং করতে নেমে শেষে খবর পর্যন্ত অতিথিদের স্কোর ৩ উইকেটে ১১৩ রান।

১ম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৬ উইকেটে ৫২১ রানের জবাবে মাত্র ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। স্বভাবতই মুমিনুল হকের দলকে ফলোঅন করে তৃতীয় দিন আবারও ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

১ম ইনিংসের বিচারে ভালো শুরু করে বাংলাদেশ। কিন্তু ২৭ রানেই থামে উদ্বোধনী জুটি। জেমিসনের বলে সাদমান ইসলামের দুর্দান্ত ক্যাচ নিয়ে তাকে ২১ রানেই থামিয়ে দেন টম ব্লান্ডেল। এরপর নাজমুল শান্ত আউট হন ২৯ রানে। এরপর নাঈম শেখ দলের হাল ধরার চেষ্টা করেন কিন্তু ৯৮ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। এদিকে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply