Site icon Jamuna Television

মাঠের লড়াইয়ে পিছিয়েও জয় পেলো ম্যানইউ

ছবি: সংগৃহীত

এফএ কাপের ম্যাচে মাঠের লড়াইয়ে পিছিয়ে থেকেও জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়েছে রালফ র‍্যাংনিকের দল।

ওল্ডট্রাফোর্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ৮ মিনিটে মিডফিল্ডার স্কট ম্যাকটমিনাইয়ের হেডে লিড নেয় রেড ডেভিলরা। পিছিয়ে পড়ে দারুণভাবে ম্যাচে ফেরে স্টিভেন জেরার্ডের অ্যাস্টন ভিলা। একের পর এক আক্রমণে কাপন ধরিয়ে দেয় ম্যানইউ রক্ষণে। কিন্তু অ্যাস্টল ভিলাকে ম্যাচে ফিরতে দেননি রেড ডেভিল কিপার ডেভিড ডি গিয়া।

আরও পড়ুন: প্রথমবার ধোনিকে দেখে যেমন মনে হয়েছিল স্ত্রীর

দ্বিতীয়ার্ধে রেড ডেভিলদের জালে বল জড়ায় জেরার্ডের দল। কিন্তু ভিএআরে বাতিল হয় সেই গোল। মাঠের লড়াইয়ে পিছিয়ে থেকেও ১-০’র জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বের পুরষ্কার পেলেন ইমরান

Exit mobile version