দুই বছর বয়সে শোনা মাত্রই যে কোনো মোবাইল নম্বর বলে দিতে পারতো সামিউন আলিম সাদ। দিনে দিনে আরও মেধাবী হয়ে ওঠে ঝিনাইদহের এই বালক। মাত্র সাড়ে ৭ বছর বয়সে বিশ্বের যে কোনো দেশের মানচিত্র এঁকে ফেলে সে। বলে দেয় গ্যালাক্সির জটিল অবস্থানও।
দ্বিতীয় শ্রেণির ছাত্র হলেও করোনার কারণে সশরীরে স্কুলে যাওয়া হয়নি সামিউন আলিম সাদ। অথচ ইংরেজি ভাষা এই ছাত্রের নখদর্পণে, মুখস্ত সব দেশের নামও। পাহাড়-পর্বত, সাগর মহাসাগরের অবস্থানও বলে দিতে পারে অবলীলায়।
শুধু তাই নয় গ্রহ-উপগ্রহ, নক্ষত্রের নাম-অবস্থান আর দূরত্ব মগজবন্দি ঝিনাইদহের এই বিস্ময় বালকের। প্রখর স্মৃতিশক্তির সাথে সাদের আছে অসাধারণ অঙ্কন ক্ষমতা। নিমিষেই আঁকতে পারে যে কোনো দেশের মানচিত্র। সমাধান করছে অংক আর জ্যামিতির জটিল সব সমস্যার।
শিশুটির মেধা আর জ্ঞানের প্রখরতায় বিস্মিত তার চারপাশের মানুষ। মাত্র দেড় বছরে প্রাথমিক ও মাধ্যমিকের সব বই মুখস্থ করেছে সাদ। মহাকাশ, পদার্থ, ভূগোল, গণিত আর অ্যানাটমিতে ঝোঁক বাড়ছে এই ওয়ান্ডার বয়ের। এখন তার লক্ষ্য, বড় হয়ে গণিতবিদ হওয়ার।
এসজেড/

