
ছবি: সংগৃহীত
১৪ জানুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ কিন্তু এখনও ভিসা পায়নি আফগানিস্তান যুব দল।
গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগেও এমন ঝামেলায় পড়েছিল আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। এবার আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলেরও একই রকম জটিলতা তৈরি হয়েছে। আইসিসিও সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাবার কথা বলছে।
সেন্ট কিটস অ্যান্ড নেভিসে সোমবার ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ম্যাচ আছে আফগান যুবাদের। কিন্তু আফগানিস্তান দল এখনও উইন্ডিজে পৌছাতে না পারায় ম্যাচ দুটি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: প্রথমবার ধোনিকে দেখে যেমন মনে হয়েছিল স্ত্রীর
ঠিক কী কারণে আফগানিস্তান ভিসা পাচ্ছে না তা এখনও স্পষ্ট নয়। তালেবান ক্ষমতা, নাকি করোনা জটিলতার ফলেই আফগানিস্তান ভিসা পাচ্ছে না, সেটি এখনও জানা যায়নি।
ইউএইচ/



Leave a reply