করোনা ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেয়া শুরু করলো চিলি

|

ছবি: সংগৃহীত

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে করোনা প্রতিরোধে ৪র্থ ডোজ ভ্যাকসিন দেয়া শুরু করলো চিলি। সোমবার থেকে ফ্রন্টলাইনার্স এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের টিকাদান করছে লাতিন দেশটি।

দেশটির রাজধানী সান্তিয়াগোর হাসপাতালে দুই প্রবীণ ব্যক্তিকে প্রথম টিকা প্রদান করা হয়। সেসময় উপস্থিত ছিলেন খোদ প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। তিনি নিজেই স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ করেন।

তিনি জানান, ভাইরাস থেকে প্রতিরোধ ক্ষমতা দুর্বল এমন ব্যক্তিদের চতুর্থ ডোজ দেয়ার জন্য বাছাই করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। এরপর বয়সসীমা নামিয়ে আনা হবে ৫৫ বছরে।

এক কোটি ৯০ লাখ মানুষের দেশটিতে মার্চ নাগাদ সবার জন্য চতুর্থ ডোজ ভ্যাকসিন গ্রহণের সুযোগ উন্মুক্ত করবে সরকার। গেলো বছরই বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল শুরু করে এ কর্মসূচি।
আরও পড়ুন: করোনার ভয়ে পরিবারের সবাই বিষ পান, মা-ছেলের মৃত্যু
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply