
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তার নেতাকর্মীদেরও পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে জানিয়ে সমস্যার প্রতিকার না পেলে থানায় অবস্থান করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন এই মেয়র প্রার্থী।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এই মেয়র প্রার্থী বলেন, তার নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ তার।
সংবাদ সম্মেলনে তৈমূর আলম আরও অভিযোগ করেন, নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মাঠে নেমেছেন যা আচরণবিধির লঙ্ঘন। এছাড়া তার নির্বাচনী প্রতীক হাতির সমর্থকদের ওপর নির্যাতনের অভিযোগও করেন তৈমূর।
/এডব্লিউ



Leave a reply