Site icon Jamuna Television

লোন না দেয়ায় ব্যাংকে আগুন দিলেন যুবক!

ছবি: সংগৃহীত

লোনের আবেদন খারিজ হওয়ায় ব্যাংকেই আগুন ধরিয়ে দিলেন এক যুবক! ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকে। খবর সংবাদ প্রতিদিনের।

রোববার (৯ জানুয়ারি) ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেন ৩৩ বছরের ওই যুবক। ব্যাংকের কাছে লোন চেয়ে আবেদন করেছিলেন তিনি। কিন্তু জমা দেয়া দলিলাদি যথাযথ না হওয়ায় তার আবেদন নাকচ করে দেয় ব্যাংক।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর পরই ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় আইনের সেকশন ৪৩৬, ৪৭৭, ৪৩৫ ধারায় মামলা দায়ের এবং গ্রেফতার করা হয়েছে।

ওয়াসিম কর্নাটকের রাত্তিহাল্লি শহরের বাসিন্দা। সম্প্রতি তিনি স্থানীয় হেদুগন্দা গ্রামে অবস্থিত কানারা ব্যাংকের শাখায় লোন চেয়ে আবেদন করেন। কিন্তু তার দেয়া দলিলাদি যথাযথ হয়নি বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এতেই ক্ষুব্ধ হয়ে যান ওই তিনি। পরে ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেন।
আরও পড়ুন: যৌনতায় রোমাঞ্চ আনতে সোশ্যাল মিডিয়ায় ‘স্ত্রী বদলের গ্রুপ’, গ্রেফতার ৭
ইউএইচ/

Exit mobile version