Site icon Jamuna Television

পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারক মাহবুব গ্রেফতার

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণাকারী মাহবুবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সিআইডির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। দীর্ঘদিন ধরে লোকজনকে সরকারি-বেসরকারি চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মাহবুবুর।

এছাড়া জমির দালালিসহ অন্যান্য প্রতারণরার কাজ সুনিপুনভাবে করে ঢাকায় বিলাসবহুল জীবনযাপন করে মাহবুব। প্রতারণার প্রমাণ পেয়ে সিআইডি যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করে তাকে।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। প্রতিবেদনটি পড়ুন এখানে।

/এডব্লিউ

Exit mobile version