Site icon Jamuna Television

শামীম ওসমানের কথায় আস্থা নেই আইভীর

শামীম ওসমান নয়, জনগণ ও দলের প্রতি আস্থা রেখেই নির্বাচনে জিততে চান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান সংবাদ সম্মেলন করে নৌকার পক্ষে প্রচারণার কথায় আস্থা নেই আইভীর।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন। আইভী বলেন, আওয়ামী লীগ ও ভোটাররাই তার শক্তি। তাদের ওপর আস্থা রেখেই নির্বাচনে জিততে চান তিনি। নির্বাচনী পরিবেশ এখনও পর্যন্ত ভালো আছে। তবে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে অস্ত্রধারীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

এদিকে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এই মেয়র প্রার্থী বলেন, তার নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। তবে তার দাবি ভিত্তিহীন উল্লেখ করে আইভী বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই হাতি প্রতীকের প্রার্থী শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তৈমূর আলমের বক্তব্য নিয়ে প্রকাশিত প্রতিবেনটি পড়ুন এখানে।

/এডব্লিউ

Exit mobile version