Site icon Jamuna Television

কক্সবাজারে ১০ কোটি টাকা মূল্যের ভয়ঙ্কর মাদক আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় মেরিনড্রাইভের পাশে অভিযান চালিয়ে ২ কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

টেকনাফস্থ বিজিবি ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, আজ ভোর রাতে মাদকের চালান পাচারের খবরে মেরিনড্রাইভের পাশে সৈকতের ঝাউ বাগানে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে দু’টি প্যাকেটের ভেতর থেকে দুই কেজি ৬৪ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

উদ্ধারকৃত ভয়ঙ্কর এ মাদকের বাজার মূল্য আনুমানিক ১০ কোটি ৩২ লাখ টাকা। উদ্ধার ক্রিস্টাল মেথ বা আইস বিজিবির সদর দফতরে রাখা হয়েছে। যা পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে।

এসজেড/

Exit mobile version