Site icon Jamuna Television

খাগড়াছড়িতে স্ত্রী ও মেয়েকে হত্যা মামলার আসামি গ্রেফতার

খাগড়াছড়ির রামগড়ে চাঞ্চল্যকর স্ত্রী ও মেয়েকে হত্যা মামলার আসামি সোলেমানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধর। সিআইডি জানায়, সোমবার হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে মো. সোলেমান হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেয়ায় ৩০ ডিসেম্বর স্ত্রী খালেদা আক্তার পিংকি ও মেয়ে সালমা আক্তারকে হত্যা করে সোলেমান। ধারালো দা দিয়ে গলা কেটে কম্বলে মুড়িয়ে ঘরের মেঝেতে রেখে পালিয়ে যায় সে।

এদিকে সিআইডির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানানো হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণাকারী মাহবুবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনটি পড়ুন এখানে।

/এডব্লিউ

Exit mobile version