Site icon Jamuna Television

খাঁচা থেকে পালিয়েছে ৮০টি উটপাখি, হুলস্থুল চীনে

সংগৃহীত ছবি

খাঁচা থেকে অন্তত ৮০টি উটপাখি পালানোর ঘটনায় হুলস্থুল চীনে। দলবেঁধে পাখিগুলো দাপিয়ে বেড়ায় গোটা শহরের রাস্তায়। খবর সিএনএনের।

শনিবার (৮ জানুয়ারি) চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি প্রদেশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, খামারের খাঁচা থেকে বেরিয়ে যায় পাখিগুলো। পালাতে নেমে আসে মাঝসড়কে। এরপর দলবেধে দৌড়ে বেড়ায় গোটা শহর। ঘটনা টের পেয়ে পুলিশে খবর দেন খামার মালিক। রীতিমত পুলিশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় পাখিগুলোকে।

/এসএস

Exit mobile version