Site icon Jamuna Television

ধর্ষণের প্রতিবাদে একাই দাঁড়ালেন আফসানা

‘একজন পুরুষই পারে আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ বন্ধ করতে। ধর্ষণ বন্ধ করুন। #Be_a_real_man. #Stop_rape.’ এমন পোস্টার টাঙিয়ে ধর্ষণের প্রতিবাদে একাই রাস্তায় নেমে গেলেন এক নারী।

ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে পথে নামা এই নারীর নাম আফসানা কিশোয়ার লোচন। ঢাকার বেসরকারি একটি ব্যাংকে কাজ করেন তিনি।

সোমবার সকাল সোয়া ১০টা থেকে ১১টা পর্যন্ত পোস্টার হাতে নিয়ে আজমপুর ফুট ওভারব্রিজে দাঁড়িয়েছিলেন আফসানা। চারিদিকে ধর্ষণের খবরের প্রতিবাদেই আফসানার এমন প্রতিবাদ। আফসানার আশা, তার প্রতিবাদ দেখে আরও অনেকে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হবেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version