Site icon Jamuna Television

চট্টগ্রামে র‍্যাব সদস্যদের মাজারের টাকা লুটের মামলায় অভিযোগ গঠন

চট্টগ্রামের আনোয়ারায় তালসরা দরবার শরীফ মাজারের টাকা লুটের মামলায় র‍্যাব-৭ এর সাবেক অধিনায়ক বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে শুরু হচ্ছে এ মামলার বিচার কাজ।

দুপুরে চট্টগ্রাম জেলা দায়রা জজ নুরে আলমের আদালতে অভিযোগ গঠন করা হয়। আগামি ২৩ অক্টোবর শুনানি শুরুর মধ্য দিয়ে বিচার কাজ শুরুর আদেশ দেন আদালত। এর আগে ২০১২ সালের ১৫ জুলাই এ মামলার অভিযোগপত্র দাখিল হলেও উচ্চ আদালতে আসামিপক্ষের রিটের কারণে এতোদিন কার্যক্রম বন্ধ ছিল। ২০১১ সালের ৪ সেপ্টেম্বর তালসরা দরবারের ২ কোটি ৭ হাজার টাকা লুটের অভিযোগে র‍্যাবের তৎকালীন অধিনায়কসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন মাজারের গাড়ি চালক ইদ্রিস মিয়া।

টিবিজেড/

Exit mobile version