Site icon Jamuna Television

মাহমুদউল্লাহর বলে আউট সাকিব, রান পাননি তামিম

বিসিএলে মাঠে নেমেছেন সাকিব-তামিম ও মাহমুদউল্লাহ।

বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টে সাকিবের পর এবার মাঠে নেমেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। সেন্ট্রাল জোনের হয়ে খেলা সাকিব আল হাসান আউট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের বলে। অন্যদিকে, সাউথ জোনের বিপক্ষে রান পাননি ইস্ট জোনের তামিম ইকবাল।

বিসিএলে ব্যাট করছেন তামিম ইকবাল।

ইস্ট জোনের দেয়া ১৯৩ রানের টার্গেটে ব্যাট করছে সাউথ জোন। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন মাঠে নামেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু ৯ রানে এই ওপেনারকে ফিরিয়ে দেন সাউথ জোনের মেহেদি হাসান। টিকতে পারেননি রনি তালুকদারও। ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন অধিনায়ক ইমরুল কায়েস। ৯৭ বলে ৬৯ রান করেন তিনি। সাউথের হয়ে মোস্তাফিজুর রহমান নেন সর্বোচ্চ ৩টি উইকেট।

বিসিএলে সেন্ট্রাল জোনের হয়ে খেলছেন সাকিব আল হাসান।

এদিকে, আরেক খেলায় সেন্ট্রাল জোনের দেয়া ২৬৩ রানের টার্গেটে মাঠে নেমেছে নর্থ জোন। এর আগে আব্দুল মজিদ ও মোসাদ্দেক হোসেনের জোড়া হাফ সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় সেন্ট্রাল জোন। ব্যাট হাতে সাকিব আল হাসান করেন ৩৩ রান। মাহমুদউল্লাহ রিয়াদের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি।

আরও পড়ুন: ক্রাইস্টচার্চে ফিনিক্স পাখির নাম লিটন দাস

Exit mobile version