Site icon Jamuna Television

বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন হাল্যান্ড!

বার্সার যোগ দেয়া নিয়ে আলোচনায় আছেন আর্লিং হাল্যান্ড। ছবি: সংগৃহীত

বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হাল্যান্ড। খবরটি জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার ক্যাম্পেইন ম্যানেজার লুইস ক্যারাসকো। সেই সাথে জানিয়েছেন, হ্যালান্ডকে নিয়ে বড়সড় পরিকল্পনাও রয়েছে ক্লাবটির।

গেল কয়েকদিন ধরেই হাল্যান্ডের বার্সায় যোগ দেয়ার গুঞ্জন চলছিল। তবে হাল্যান্ডের এজেন্ট মিনো রাইওলাও সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন। তিনি জানিয়েছেন যে, বার্সায় যোগ দেয়ার জন্য মুখিয়ে আছেন হ্যালান্ড।

এ মৌসুমেই বরুশিয়া ডর্টমুন্ডের এই তারকাকে দলে ভেড়াতে চায় কাতালান ক্লাবটি। হাল্যান্ডকে একজন তারকা হিসেবেই গ্রহণ করবে কাতালানরা। লুইস ক্যারাসকো বলেছেন, আমি জানি আর্লিং হাল্যান্ডকে পছন্দ করেন আমাদের প্রেসিডেন্ট। তিনি জানেন যে, ইউরোপিয়ান ফুটবলে আগামী কয়েক বছর রাজত্ব করার যে প্রজেক্ট নিয়েছে বার্সা, তার মূল ছবি হতে পারে হাল্যান্ড।

আরও পড়ুন: মাঠের লড়াইয়ে পিছিয়েও জয় পেলো ম্যানইউ

Exit mobile version