Site icon Jamuna Television

স্বেচ্ছাসেবক লীগ নেতা অরেঞ্জ হত্যা: শুটার রাসেল গ্রেফতার

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ হত্যার ঘটনায় প্রধান আসামি শুটার রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, বগুড়ার মালগ্রাম এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে ২ জানুয়ারি শুটার রাসেলের নেতৃত্বে নাজমুল হাসান অরেঞ্জকে প্রকাশ্যে গুলি করা হয়।

আরও পড়ুন: বগুড়ায় গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা অরেঞ্জ মারা গেছেন

টানা ৮ দিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান অরেঞ্জ। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বগুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

/এসএস

Exit mobile version