Site icon Jamuna Television

শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনা পজেটিভ

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

করোনায় আক্রান্ত হয়েছেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। খবর এবিপি আনন্দের।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবিপি আনন্দকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মালদা থেকে বাড়ি ফিরে আসার পর তার সর্দি, কাশি, দুর্বলতা দেখা দিলে সোমবার (১০ জানুয়ারি) নমুনা পরীক্ষা করান তিনি। মঙ্গলবার (১১ জানুয়ারি) করোনা পজেটিভের রিপোর্ট পেয়েছেন তিনি। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

উল্লেখ্য, পার্থিব, দূরবীন, মানবজমিন, গয়নার বাক্স, যাও পাখি, পারাপারের মতো পাঠকপ্রিয় উপন্যাসসহ দুইশ’র বেশি বইয়ের রচয়িতা শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

/এসএস

Exit mobile version