Site icon Jamuna Television

হাঁটুর ইনজুরিতে বিশ্বকাপ প্লে অফ থেকে ছিটকে গেলেন চিয়েসা

ইনজুরিতে মাঠে পড়ে কাতরাচ্ছেন চিয়েসা। ছবি: সংগৃহীত

হাঁটুর গুরুতর ইনজুরিতে বিশ্বকাপ প্লে অফ থেকে ছিটকে গেলেন চিয়েসা। ইতালিয়ান লিগে রোমার বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন এই য়্যুভেন্টাস ফরোয়ার্ড। ইতালির বিশ্বকাপ স্বপ্নে তাই লাগলো বড় এক ধাক্কা।

মৌসুমের বাকি সময়ে তাই চিয়েসার মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ইনজুরির মাত্রা এতটাই গুরুতর যে, চিয়েসাকে করাতে হবে অস্ত্রোপচার। ইনজুরির কারণে বিশ্বকাপের প্লে অফে খেলার সম্ভবনা নেই এই ফরোয়ার্ডের।

আরও পড়ুন: বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন হাল্যান্ড!

চিয়েসার অনুপস্থিতিতে চিন্তার ভাঁজ পড়েছে ইতালিয়ান কোচ রবার্তো মানচিনির কপালে। ইমোবিলে ও ইনসিনিয়া থাকার পরও আজ্জুরিদের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসায় পরিণত হয়েছেন এই য়্যুভেন্টাস ফরোয়ার্ড। এদিকে, পেশীর ইনজুরির কারণে বেশ কিছুদিন বিশ্রামে থাকার পর মাত্রই মাঠে ফিরেছিলেন চিয়েসা।

আরও পড়ুন: ম্যাকগ্রা ও মুরালির ঢঙে বিদায় বললেন রস টেলর

Exit mobile version