Site icon Jamuna Television

খুন বেড়েই চলেছে লন্ডনে

ছুরি ব্যবহার সংক্রান্ত অপরাধ বৃদ্ধির ফলে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চলতি ২০১৮ সালের প্রথম তিন মাসে খুনের সংখ্যা বেড়েই চলেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সোমবার এ তথ্য জানায়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে এপি-এর প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারিতে আটটি, ফেব্রুয়ারিতে ১৫টি, এবং মার্চে ২২টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া, পহেলা এপ্রিল একটি খুনের ঘটনা ঘটেছে।

খুনের হার বৃদ্ধির এ ধারা যদি অব্যাহত থাকলে এটি ২০১৭ সালের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে।

সহিংস বৃদ্ধির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দুষছেন পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক। তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণদের উস্কে দেয়, এবং সহিংসতাকে সহনীয় করে দেখায়। এটি মানুষের মধ্যে অপরাধ করার প্রবণতা বাড়াচ্ছে।”

উদ্ভুত পরিস্থিতিতে ‘থামানো এবং তল্লাশি’ কৌশল কাজে লাগানো হবে বলে জানিয়েছেন ডিক।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version