Site icon Jamuna Television

চাকরি ছাড়ায় কর্মীকে অপ্রীতিকর চিরকুটের সাথে ২২৭ কেজি কয়েন দেয়ায় বসের বিরুদ্ধে মামলা

বসের দেয়া ২২৭ কেজি সমপরিমাণ কয়েন ও চিরকুটসহ ফ্লেটেন।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় চাকরি ছেড়ে দেয়া এক কর্মীর বেতন ২২৭ কেজি কয়েন দিয়ে বেতন পরিশোধ করেছেন একটি প্রতিষ্ঠানের মালিক। কিন্তু, সম্পূর্ণ বেতন পরিশোধ না করার অভিযোগে বসের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন ওই কর্মী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে ঘটনাটি। খবর ডেইলি মিররের।

এক প্রতিবেদনে ডেইলি মিরর জানিয়েছে, জর্জিয়ার একটি অটোমবিল কারখানার মালিক মাইলস ওয়াকার চাকরি ছেড়ে দেয়ায় অ্যান্ড্রিয়াজ ফ্লেটেন নামের এক কর্মীর বেতন মোট ৯১,৫০০টি কয়েন দিয়ে বেতন পরিশোধ করেছেন। শুধু তাই নয়, পরিশোধিত বেতনের সাথে ছিল অপ্রীতিকর ভাষায় লেখা একটি চিরকুটও।

ফ্লেটেনকে দেয়া মাইলসের সেই চিরকুট।

জানা গেছে, মালিক মাইলসের সাথে সম্পর্ক তিক্ততার চরম পর্যায়ে পৌঁছানোয় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন ফ্লেটেন। ইস্তফার সময় ফ্লেটেন তার বেতনের ৯১৫ ডলার (প্রায় ৮০ হাজার টাকা) পরিশোধের দাবি জানালে মালিক মাইলস ৯১,৫০০টি কয়েনে ফ্লেটেনের বেতন পরিশোধ করেন।

অবশ্য অভিনব এ পেমেন্টে মোটেও খুশি নন ফ্লেটেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিসহ ফ্লেটেনের অভিযোগ, সবগুলো কয়েন গুনতে আমার সাত ঘণ্টা সময় লেগেছে, অথচ আমাকে বেতনের পুরো অর্থ দেয়া হয়নি।

এদিকে, ফ্লেটেনের অভিযোগের ব্যাপারে জানার পর জর্জিয়ার শ্রম বিভাগ মাইলস ওয়াকার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্মীকে হেনস্তা, শ্রম আইন ভঙ্গসহ একাধিক অভিযোগ মামলা করেছে।

/এসএইচ

Exit mobile version