Site icon Jamuna Television

রাবাদার তোপে ২২৩ রানেই গুটিয়ে গেল ভারত

ছবি: সংগৃহীত।

কেপটাউনে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে প্রথম দিন শেষে ভারতের চেয়ে ২০৬ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের হাতে আছে ৯ উইকেট।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। অন্যান্য ভারতীয় ব্যাটারদের যাওয়া আসার মিছিলে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২২৩ রান। ভারতের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন ভিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে চেতেশ্বর পুজারার ব্যাট থেকে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৭৩ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার কাগিসো রাবাদা। ৩ উইকেট শিকার করেন ফর্মে থাকা পেসার মার্কো জেনসেন।

দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ডিন এলগারকে হারায় দক্ষিণ আফ্রিকা। জাসপ্রিত বুমরাহর বলে পুজারাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্রথমদিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৭ রান।

কেপটাউনে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সিরিজের প্রথম ম্যাচ জিতেছে ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে প্রোটিয়ারা। তৃতীয় ও শেষ টেস্টটি তাই পরিণত হয়েছে অলিখিত ফাইনালে।

জেডআই/

Exit mobile version