Site icon Jamuna Television

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক মিসাইল

উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা মঙ্গলবারের ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক মিসাইল বলে দাবি করেছে দেশটি। বুধবার (১২ জানুয়ারি) জানুয়ারি রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ প্রকাশ করে ক্ষেপণাস্ত্রের ছবি।

গণমাধ্যম জানায়, কর্মকর্তাদের সাথে নিয়ে কর্মসূচি পরিদর্শন করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। এসময় তার সাথে ছিলেন বোন কিম ইয়ো জং। তবে মিসাইল ছোড়ার স্থান সম্পর্কে কিছু জানায়নি উত্তর কোরীয় গণমাধ্যম।

মঙ্গলবার সপ্তাহে ২য় বারের মতো পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। যা শনাক্ত করে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান। এর আগে, গত সেপ্টেম্বরে প্রথম হাইপারসনিক মিসাইলের পরীক্ষার দাবি করেছিল পিয়ংইয়ং।

/এডব্লিউ

Exit mobile version