Site icon Jamuna Television

প্রথমবারের মতো সৌদিতে যৌন হয়রানির অপরাধীর নাম জনসম্মুখে প্রকাশ

সৌদি আরবে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত এক ব্যক্তির নাম পরিচয় প্রকাশ্যে ঘোষণার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। অপরাধীকে জনসম্মুখে লজ্জিত করার উদ্দেশ্যে দেশটিতে প্রথমবারের মতো দেয়া হলো এমন রায়।

ইয়াসির আল আরাওয়ি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হয়েছে। মদিনার এক আদালতে দেয়া রায়ে ৮ মাসের কারাদণ্ড দেয়া হয় তাকে। পাশাপাশি ১ হাজার ৩৩০ ডলার জরিমানাও করা হয়।

সৌদিতে এক বছর আগে সংস্কার করা হয় যৌন হয়রানি বিরোধী আইন। এ ধরনের অপরাধ কমাতে অপরাধীর নাম পরিচয় প্রকাশ জরুরি বলে মত দেন আইনজীবীরা। এছাড়া ২ বছরের জেল ও ২৭ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান করা হয়। একই ব্যক্তি ২য় বার অভিযুক্ত হলে ভোগ করতে হবে ৫ বছরের কারাদণ্ড ও ৮০ হাজার ডলার পর্যন্ত জরিমানা।

/এডব্লিউ

Exit mobile version