Site icon Jamuna Television

পুঁজিবাজারে বেশকিছু ভালো কোম্পানি তালিকাভুক্তির আশা বিএসইসি চেয়ারম্যানের

২০২২ সালে পুঁজিবাজারে বেশকিছু ভালো কোম্পানি তালিকাভুক্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান। এ জন্য কমিশন পরিবেশ তৈরি করছে। বিএসইসি চেয়ারম্যান বলেন, বিনিয়োগের জন্য এরই মধ্যে বিদেশিরা যোগাযোগ শুরু করেছে। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সাথে মতবিনিময়ে বিএসইসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন এ বছরটি হবে পুঁজিবাজারের জন্য সম্ভাবনাময়।

দেশের দুই স্টক একচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা সাড়ে ৩শর বেশি। কিন্তু এখানে ভালো মানের কোম্পানির সংখ্যা হাতে গোনা। অনেক বহুজাতিক কোম্পানি আছে, যারা ভালো ব্যবসা করলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। ভালো কোম্পানি না থাকায় আস্থাহীনতায় ভুগছেন বিনিয়োগকারীরা। সেই সাথে স্বল্প মূলধনী কোম্পানিতে বাড়ছে কারসাজির সুযোগ।

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম জানান, ভালো কোম্পানি বাজারে আনার পরিবেশ তৈরিতে কাজ করছে কমিশন। বিদেশি বিনিয়োগ আনতে এরই মধ্যে বেশ কয়েকটি দেশে রোডশো করেছে বিএসইসি। যার ইতিবাচক ফল আসতে শুরু করেছে বলে জানিয়েছে চেয়ারম্যান।

সংকট কাটিয়ে অর্থনীতির সব খাত ঘুরে দাঁড়িয়েছে। তাই এ বছর পুঁজিবাজারকে সম্ভানাময় হিসেবে দেখছেন বিএসইসির চেয়ারম্যান।

/এডব্লিউ

Exit mobile version