Site icon Jamuna Television

করোনা সংক্রমণে রেড জোনে ঢাকা ও রাঙ্গামাটি

দিন যত যাচ্ছে করোনা সংক্রমণ ততই বাড়ছে। এর মধ্যে ঢাকা ও রাঙ্গামাটি জেলাকে করোনা সংক্রমণে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া মধ্যম ঝুঁকিপূর্ণ হওয়ায় যশোরসহ সীমান্তবর্তী আরও ৬টি জেলাকে হলুদ জোন অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি পাঁচটি জেলা হলো, রাজশাহী, নাটোর, রংপুর, লালমনিরহাট ও দিনাজপুর।

করোনা সংক্রমণ কিছুটা কম থাকায় গ্রিন জোনে রয়েছে দেশের ৫৪টি জেলা। আর খুবই কম সংখ্যক টেস্ট করার তালিকায় রয়েছে ২টি জেলা।

/এডব্লিউ

Exit mobile version